1. admin@ars24news.com : admin :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের নিকট পলাশ বাহিনীর বিরুদ্ধে মৎস্য খামার দখলের অভিযোগ। ইজতেমার মাঠে হামলাকারি সাদপন্থিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি। বন্দর প্রেসক্লবে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ নিক্কন চাঁন ওরফে লিখন গ্রেফতার। লিডোর প্রচেষ্টায় দুই বছর চার মাস আগে নিখোঁজ শিশু আয়েশা ফিরে পেল আপন নীড়। আত্রাইয়ে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। চাঁদপুর হাইমচরে ডাকাতি করতে বাধা দেওয়ায় (৭) হত্যা, সৈয়দ মুশফিকুর রহমান। সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠে সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন। বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত। বন্দরে ঘোড়া মানিক এর লাঠির বারিতে নাজমুল নামে ১ যুবক আহত।

নগরীতে অবৈধ যান চলাচল বন্ধে ফের সড়কে নামছে ছাত্ররা -ফারহানা মানিক মুনা-

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত

শহর সংবাদদাতাঃ-
নগরীতে যানজট যেন পিছু ছাড়ছেই না। সকাল থেকে সড়কে রিকশা, ট্রাক, ভ্যান, বাসসহ বিভিন্ন রকমের যান আটকে পড়ছে। গন্তব্যে পৌছুঁতে চাকুরিজীবী, শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এর উপর সামনে এগোতে উৎসুক চালকদের হর্ণ বাজানোর বিকট শব্দে কান ঝালাপালা হচ্ছে। ভীষণ এ যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। এ সমস্যা পরিত্রাণ দিতে ‘কার্যকরী’ উদ্যোগ নিয়েছে ছাত্র জনতা। রুট পারমিট ও ফিটনেস বিহীন যান চলাচল বন্ধে রবিবার থেকে সড়কে নামছে ছাত্ররা। শনিবার (৩১ আগস্ট) ২নং রেল গেইট বাস স্ট্যান্ডে নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার নেতৃত্বে ছাত্ররা পরিবহন শ্রমিকদের সাথে দেখা করেন। এসময় রুট পারমিটযুক্ত বাসের তালিকা চাইলে বাস কাউন্টারের কর্মচারীরা মালিক পক্ষের থেকে অনুমতি প্রয়োজন বলে জানান। ছাত্ররা তখন রুপ পারমিট পাওয়া যানের তালিকা রবিবার সকালের মধ্যে দেওয়ার কথা বলেন।এলাকায় সকল পরিবহন শ্রমিক, যাত্রীদের উদ্দেশ্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, আমাদের প্রতিদিনের চেনা নারায়ণগঞ্জ শহর যানজটে অচল হয়ে আছে। এই যানজটের অন্যতম কারণ শহরে সড়কের তুলনায় মাত্রাতিরিক্ত গণপরিবহন। এই গণপরিবহনের অধিকাংশের নেই রুট পারমিট, নেই ফিটনেস। অচল শহরকে সচল করতে করণীয় হলো যেসব বাসের রুট পারমিট ও ফিটনেস নেই সেসব বাসগুলোকে চিহ্নিত করে ডাম্পিংয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে, সড়ক সচল রাখতে অবৈধ স্ট্যান্ডগুলোকে উচ্ছেদ করতে হবে। আমরা মনে করি অচল থেকে শহরকে সচল করতে এটি কার্যকরী পদক্ষেপতিনি বলেন, আমরা ছাত্ররা আগামীকাল (রবিবার) থেকে সকাল থেকে সড়কে থাকবো। ছাত্র ফেডারেশনের উদ্যোগে আমরা ছাত্ররা নগরীর সড়কগুলোতে বিভিন্ন পয়েন্টে থাকবো। আমরা রুট পারমিট বিহীন বাস কাল থেকে সড়কে দেখতে চাই না। রাস্তায় চলাচলরত ফিটনেস ও রুট পারমিট বিহীন যানকে অবাঞ্ছিত ঘোষণা করছি। সড়কে আগামীকাল থেকে অবৈধ যানগুলো চলবে না। অবৈধ গাড়িগুলোর কারণে রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজট হয়ে থাকে। রাস্তার মানুষ অচল হয়ে থাকে, পরিবগনগুলো অচল হয়ে থাকে। আমরা এ অচল অবস্থার পরিবর্তন চাই। আমরা বিশ্বাস করি পরিবহন মালিকরা ও পরিবহন শ্রমিকরা আমাদের সাথে একাত্মতা পোষণ করবে। এ শহর যেমন ছাত্রদের, এ শহর পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকদের। পরিবহন মালিক, শ্রমিক ও ছাত্র এ তিনের সমন্বয়ে নারায়ণগঞ্জ হয়ে উঠতে পারে একটি যানজটমুক্ত ও বৈধ যানবাহনের শহর।পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে মুনা বলেন, নারায়ণগঞ্জ শহরে এ অবৈধ গাড়িগুলো না চলে এ নিয়ে পরিবহন মালিকরা ও শ্রমিকরা লক্ষ রাখবেন। আমরা ছাত্ররা আমাদের লড়াই চালিয়ে যাব। কালকে থেকে অচল নারায়ণগঞ্জকে সচল করার ¯েøাগান নিয়ে রাস্তায় থাকবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ARS 24 News
Theme Customized By Shakil IT Park