সারা দেশে গত ১৫ বছরে বেসামরিক জনগণকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ সকল আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এ প্রসঙ্গে এক গণবিজ্ঞপ্তি জারি করে।
গনবিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্ত বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ইস্যুকৃত বিগ ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার অনুরোধ করা হলো।