বিশেষ প্রতিনিধি :- পূর্বে শত্রতার যের ধরে বন্দর হাফিজিবাগ স্বপন মিয়ার ছেলে নাজমুল (১৮) নামে এক যুবক কে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়,গত ২৩ শে ডিসেম্বর সোমবার দুপুরে নারায়ন গঞ্জ সিটি করপোর্রসন ২০নং ওয়ার্ড পষ্চিম হাজীপুর এলাকায় মৃত আবুকালাম মিয়ার জায়গায় পরিষ্কার করে ইটা দিয়ে বাউন্ডারি ওয়াল করার সময় ওস্তাকার সাথে থাকা যোগারী নাজমুল (১৮) কে পাশের বাড়ির মানিক মিয়া ওরফে ঘোড়া মানিক এসে অকথ্য ভাষায় গালিঘারাজ করতে থাকে একপর্যায়ে পিছন দিয়ে এসে লাহার রট দিয়ে এলোপাতালি ভাবে শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাত করে রক্তাত্ব জখম করে ঐ সময় নাজমুল ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটে এলে ঘোড়া মানিক ও তার ২ ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে জায়গার মালিক মৃত আবু কালাম মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া এসে আহত নাজমুল কে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া যায়।
এবং সেখানে চিকিৎসাধীন আছে ডাক্টার জানায় নাজমুলের মাথায় ৪টা সিঁলি পরেছে বর্তমানে সে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে বন্দর থানায় পুলিশের এস আই সাইফুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন।আমরা ঘটনার সত্যতা পেয়েছি,যথাযথ ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।