স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ডায়নামিক নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে নগরীতে যুবদলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালি বের হয়েছে। বিজয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।
গতকাল ১৬ ডিসেম্বর সকালে র্যালি শেষে মহানগর যুবদল নেতা জোসেফ বলেন, বিগত স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদ সরকার হাত থেকে এদেশের মানুষ মুক্ত হয়েছে, সেই সাথে এই দেশের জনগণ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে এবং মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।
জোসেফ এর নেতৃত্বে এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদল এর সভাপতি আমির হোসেন,মহানগর যুবদল নেতা জুয়েল প্রধান, মান্নান, শাহীন ঢালী,মুক্তু,মনা,সবুজ,তুষার,বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,সজীব, সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি,শহীদ,রবিন সহ নারায়ণগঞ্জ মহানগরের ২৭ টি ওয়ার্ডের যুবদলের নেতা কর্মীবৃন্দ।