বন্দর প্রতিনিধি: বন্দরে কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস থেকে মেডিসিন কার্টুন ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালানোর সময় সিরাজুল ইসলাম (৫০) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃত সিরাজুল ইসলাম চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সমধরপাড়া এলাকার মৃত হোসাইন মিয়ার ছেলে। এ ব্যাপারে কুরিয়ার সার্ভিসের অফিস ম্যানেজার কাউসার আহাম্মেদ বাদী হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আটককৃত চোর সিরাজুল ইসলামসহ পলাতক ২ চোরের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(১২)২৪ ধারা- ৩৮০ পেনাল কোড ১৮৬০। গ্রেপ্তারকৃত চোরকে উল্লেখিত মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলা মদনপুরস্থ সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে এ চুরি ঘটনাটি ঘটে।
মামলার এজাহারসূত্রে জানাগেছে, বন্দর থানার চাঁনপুর এলাকার জহিরুল ইসলাম মিয়ার ছেলে কাউসার আহাম্মেদ দীর্ঘ দিন ধরে মদনপুরস্থ সওদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস অফিসে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এর ধারাবাহিকতা গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সমধরপাড়া এলাকার মৃত হোসাইন মিয়ার ছেলে চোর সিরাজুল ইসলাম ও রংপুর জেলার গঙ্গাচড়া এলাকার মহিউদ্দিন ও ফরিদ আমাদের মদনপুর অফিসে আসিয়া আমাদের জানায় চট্রগ্রাম থেকে তাদের কিছু মালামাল আসছে। ওই সময় অফিস ম্যানেজারসহ কুরিয়ার সার্ভিসের স্টাফরা গাড়ী থেকে মালামাল নামানোর সময় চোরের দল কুরিয়ার সার্ভিস অফিসের বাম পাশে থাকা একটি মেডিসিনের কার্টুন যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা ও আরেক চোর নগদ ৫০ হাজার টাকা চুরি করে দৌড় পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ধাওয়া করে সিরাজুল নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে।