সাব্বির আলিম, চুয়াডাঙ্গা দর্শনা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পর পর তিন দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে আবারো দেড় কোটি টাকার মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরের পর চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বারাদী বিওপি এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে বলে গোপন খবর পায়। এ খবরের ভিত্তিতে কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান ও তার দল নিয়ে সীমান্তের আমবাগানে অবস্থান নেয়।
এ সময় বিজিবি সদস্যরা এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে এক পর্যায়ে ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এ বিষয়ে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান দর্শনা থানায় মামলা করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ৮ ডিসেম্বর দর্শনা সীমান্ত এলাকা থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের নয়টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।