স্টাফ রিপোর্টারঃ নিউ জিমখানা বাজার গল্লি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী পারভিন সুজন দম্পতি কে থামাবে কে জিমখানা এলাকাবাসীর অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন পারভিন ও তার হাসবেন্ড সুজন এলাকাবাসীর অভিযোগ। আগে জিমখানা বাজার গলিতে কাঁচা বাজারের হাট বসত।
এখন কাঁচা বাজার তো দূরের কথা প্রতিনিয়ত এখানে পারভীন ও সুজনের মাদকের হাট বাজার হয়ে গেছে। কেউ তার মাদক বিক্রির বাধা হয়ে দাঁড়ালে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে চালানো হয় হামলা।
অভিযোগে আরো বলা হয় হামলার পরে দেওয়া হয় মামলা। এলাকাবাসীর জানান প্রতিনিয়ত সন্ধ্যার পর সিভিল পোশাকে একাধিক প্রশাসনের লোকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাসোয়ারা দিয়ে চলছে পারভীন সুজনের মাদক ব্যবসা।
এলাকাবাসী বলছে যেখানে প্রশাসনের লোকেদের মানতি দিয়ে ব্যবসা করে পারভিন সুজন এই ভয়ংকর মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করবে কে এলাকাবাসী প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত পারভিন সুজন দম্পতিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। আজ স্কুল পরুয়া ছেলেরা নেশায় আসক্ত পারভিন ও সুজনের মাদক ব্যবসার কারণে এলাকায় বেড়েছে চুরি ছিনতাই।