আফছার, চট্টগ্রামঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, সিটিজেনস্ ফোরাম কমিউনিটি পুলিশিং ব্যবস্থার নতুন রূপ। এটি পুলিশি সেবার পরিধি আরও সম্প্রসারিত করবে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের দামপাড়া সিএমপি লাইন্সের মাল্টিপারপাস শেডে সিটিজেনস্ ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে সিএমপি কমিশনার এই মন্তব্য করেন। তিনি জানান, সমাজে যাদের পাশে কেউ নেই, সিটিজেনস্ ফোরামের সদস্যরা তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন।
সিএমপি কমিশনার বলেন, সিটিজেনস্ ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। এখানে দল-মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে। ফোরামের সদস্যরা পুলিশি সেবার উন্নয়ন, নতুন সেবার উদ্যোগ এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের মধ্যে আলোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, ১৬টি থানা এবং বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। মহানগর কমিটিতে ৮৬ জন এবং থানাভিত্তিক বিভিন্ন কমিটিতে প্রায় ৭০০ জন সদস্য মনোনীত হন।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন সিটিজেনস্ ফোরামের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটিজেনস্ ফোরাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন এবং সদস্য সচিব ডা. আবু নাছের তাদের বক্তব্যে নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন।
সিটিজেনস্ ফোরামের এই উদ্যোগ চট্টগ্রামের পুলিশি সেবা আরও শক্তিশালী ও মানবিক করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।