বন্দর প্রতিনিধি: বন্দরে একটি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ২টি গোডাউন ও তুলা তৈরি কাঁচামাল পুরে গিয়ে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে কারখানা মালিক মোশারফ মিয়া গণমাধ্যমকে এ কথা জানান। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বন্দর থানার লক্ষনখোলা মাদ্রাসা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যপারে বন্দর ফায়ার সার্ভিসের সাইফুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছে তুলা উৎপন্ন করার সময় মেশিনের ঘর্ষণের কারনে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। আগুনে ২টি গুদাম পুড়ে গেছে। আমাদের ২টি ইউনিট কাজ করে আগুন নেভায়। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে পরে বলা যাবে।