বন্দর প্রতিনিধি: বন্দরে বাউন্ডারি দেয়াল নির্মান কাজে বাধা দেওয়ার জের ধরে কলাবাগ বাবরী জামে মসজিদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনী (৫৫) লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী ওসমান গনী বাদী হয়ে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে প্রতিপক্ষ মমতাজ বেগম তার ছেলে আল আমিন ও খোকনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বন্দর রেললাইনস্থ বাররী জামে মসজিদের সামনে এ লাঞ্চিতের ঘটনাটি ঘটে। অভিযোগ ও ভূক্তভোগী ওসমান গনী জানান, গত ১৫ বছর পূর্বে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে বন্দর থানার ছোট বাড়ীখালী মৌজাস্থিত বন্দর কলাবাগ সাকিনস্থ ২.২৬ শতাংশ হইতে শহরের দেওভোগ এলাকার দাউদ মিয়ার স্ত্রী মমতাজ বেগম ও ফাতেমা বেগমের নিকট ১.১৩ শতাংশ জায়গা বিক্রি করি। পরবর্তীতে মমতাজ বেগম ফাতেমা বেগমের সম্পত্তি ক্রয় করে সম্পন্ন ১.১৩ শতাংশ জায়গা বুঝে পাওয়ার পরও ১.৬০ শতাংশ জায়গা জোর পূর্বক দখল করে দেয়াল নির্মানের পাঁয়তারা করলে ওসমান গনী বাধা প্রদান করে। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দর রেললাইন বাবরী জামে মসজিদের সামনে প্রতিপক্ষ মমতাজ বেগম ও তার ছেলে আল আমিন ও দেওভোগ এলাকার খোকনসহ অজ্ঞাত নামা সন্ত্রাসীরা মসজিদ কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনী উপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্চিত করে। প্রাণনাশের হুমকি দেয় এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।