বন্দর প্রতিনিধি : ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি উদ্যাগে বর্ণাঢ্য র্যালীতে বিশাল নেতাকর্মী নিয় যোগদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের নেতৃবৃন্দ।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় উৎসব মুখর পরিবেশে বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে র্যালীটি সমাপ্ত করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, সাধারন সম্পাদক মোঃ হারুন, সহ সাধারন সম্পাদক শেখ রকিব, যুগ্ম বিষয়ক সম্পাদক ইমন, সদস্য শরীফ, সাসুদ,আলী, জাহাঙ্গীর, সোহাগ চাঁন, বন্দর থানা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি প্রার্থী হৃদয় প্রধান,সাধারণ সম্পাদক প্রার্থী সোহান, রকিবুল হাসান, রোহান,সিহাব,তুহিন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাদিম, ছাত্রদল নেতা নজরুল ইসলাম বাদল ও বন্দর থানা বিএনপি নেতা হাসিব আরাফাত ও বন্দর থানা যুবদল নেতা সাগরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।