বন্দর প্রতিনিধি : বন্দরে আনন্দঘন পরিবেশে ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলার ফুলহর বাসস্ট্যান্ডস্থ আনোয়ার কমপ্লেক্সে এ স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়।
ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. মোঃ এমরান কাইয়ুম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. মোঃ কামরুল আলম খানের সভাপতিত্বে স্কুল এন্ড কলেজের উদ্ধোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দরে শিল্পপতি মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, দ্যা ডেইলী গ্লোবাল ন্যাশনস এর সম্পাদক ড. মোঃ মাহবুবুর রহমান ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দৃল কাইয়ুম খান।