আফছার, চট্টগ্রাম : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ জানিয়েছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতায় সাংবাদিকদের কল্যাণে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দেশজুড়ে সাংবাদিকদের জন্য একটি ডাটাবেইজ তৈরি করার কাজ চলছে, যার মাধ্যমে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হবেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, বয়োবৃদ্ধ ও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদান—এই সকল উদ্যোগ বাস্তবায়নের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান এম আবদুল্লাহ।
চট্টগ্রাম সার্কিট হাউজের হল রুমে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রাম নগরীসহ কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, ও খাগড়াছড়ি জেলার ১৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান প্রদান করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) সৈয়দ মাহমুদুল হক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মো. সাঈদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিকরা।