আফছার, চট্টগ্রাম : শুক্রবার, ১ নভেম্বর, চট্টগ্রামের পাহাড়তলীস্থ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ১ হাজার ১৬১ জন প্রশিক্ষণার্থী ইমাম এবং অন্যান্য আলেম-ওলামাগণ। ধর্ম উপদেষ্টা তাঁর বক্তব্যে আলেম সমাজের আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ড. খালিদ হোসেন বলেন, ইসলামের অনেক মহান ব্যক্তিত্ব ব্যবসায়ে জড়িত ছিলেন, যেমন হযরত আবদুর রহমান ইবনে আউফ, যিনি মদিনার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তাদের আদর্শ অনুসরণ করলে আলেম সমাজ পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাবে এবং তাদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে।
ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার শুরু থেকেই ইমামদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, তাফসীর, হাদিস, আকায়েদ, ফতোয়া এবং উত্তরাধিকার আইনের মতো বিষয়গুলোতে প্রশিক্ষণ দিয়ে আসছে। একাডেমির লক্ষ্য হলো ইমামদের আত্মনির্ভরশীল করা, যাতে তারা ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন।
তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হবে, যাতে ইমামরা সহজেই ব্যবসা শুরু করতে পারেন। এই ঋণ সুবিধা সম্পূর্ণ সুদমুক্ত, এবং শুধুমাত্র প্রশিক্ষিত ইমামরাই এই সহায়তা পাবেন। কিস্তিতে ধাপে ধাপে ঋণ পরিশোধের সুযোগও থাকবে।”
এছাড়া, ধর্ম উপদেষ্টা আলেমদের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, “ব্যবসা করা কোনও দোষের নয়, কিন্তু মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করা বা ওজনে কম দেয়া হারাম। আলেম সমাজ ব্যবসায়ে যুক্ত হলে জাতি এইসব অপরাধ থেকে বাঁচবে। কিছু কিছু আলেম আছেন যারা মানুষের কাছে হাত পাতেন; এটি অত্যন্ত অসম্মানের কাজ। বরং নিজ উদ্যোগে হাস-মুরগি বা ছাগল পালন করে ব্যবসা করার মাধ্যমে সম্মান ও আত্মমর্যাদা অর্জন করা সম্ভব।”
তিনি আরও বলেন, সমাজে ইমামরা চালিকা শক্তি হিসেবে কাজ করেন এবং তাঁদের মাধ্যমে ধর্মীয় অনুশাসন মেনে মানুষকে জনসম্পদে পরিণত করা সম্ভব। দেশজুড়ে ৮টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত ইমামরা সঠিকভাবে সমাজের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান এবং চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান।