বন্দর প্রতিনিধি: ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা বন্ধসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা ওলামা পরিষদ। শুক্রবার (১ নভেম্বর) বাদ জুম্মা বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এসব কর্মসূচী পালিত হয়। বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আতিকুর রহমান নান্নু মুন্সি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি শিবলী নোমানী,ভারপ্রাপ্ত সেক্রেটারী মুফতি আবুল কাশেম,বন্দর শাহী মসজিদের পেশ ইমাম মুফতি সিরাজুল ইসলাম,বন্দর রেললাইন জামে মসজিদের ইমাম মুফতি সালমান,মুফতি রিয়াজুল হক,মঞ্জিলখোলা মাদ্রাসার মুফতি সাইফুল ইসলাম,মাওলানা মাজহারুল ইসলাম,মুফতি ওসমান,মুফতি ইসমাঈল,আবু সাঈদ,মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশে বক্তারা ইসরাইলের কালো হাত ভেঙ্গে দিতে প্রয়োজনে বাংলাদেশ থেকে যুদ্ধে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোরালো দাবি জানান।