বন্দর প্রতিনিধি: বন্দরে বন্ধুমহল আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ইং এর ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বন্দর থানার মাহমুদনগরস্থ স্থানীয় সিটি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্ণামেন্টের ফাইনালে কলাবাগান এমকে বয়েজ লিমিটেড প্রতিপক্ষ মাহমুদনগর জুনিয়ার বয়েজ ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-৩গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগয়ি কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী। সাংবাদিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সহ-সম্পাদক ডি এম মাইনুদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এ্যাড. মাজহারুল আলম খান পাভেল,মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ ওয়ালীউল্লাহ সবুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার নেতা মোঃ মোমেন ইসলাম। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিহাদ,আতিক,তানজিল,সিহন,বিজয়,শুভ,রাফিল,আতিকÑ২,পাপেল,রমজান,ইমন,সিহাব,রিহন,মাহিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সেলিনা সুলতানা শিউলী বলেন,খেলাধূলা মাদক দমনের হাতিয়ার। যুব সমাজ খেলাধূলায় লিপ্ত থাকলে মাদক তাদেরকে কখনোই গ্রাস করতে পারবে না। কাজেই যুব সমাজকে খেলাধূলার দিকে ধাবিত করতে হবে। তিনি আরো বলেন,এক সময় প্রতিটা পাড়া মহল্লায় নিয়মিত খেলাধূলার আয়োজন হতো এখন আর তা হয় না। সবার খেয়াল এখন মোবাইলের দিকে। ছেলে-মেয়েরা পাপজি গেমে আর পাইরেসিতে আসক্ত হয়ে পড়ছে।