বন্দর প্রতিনিধি : বন্দরে গ্যাস সংকট নিরসন,বকেয়া বিল মওকুফসহ পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ ও ২০নং ওয়ার্ডসহ কলাগাছিয়া ইউনিয়নের গ্রামবাসী। শুক্রবার (২৫ অক্টোবর) বন্দর উপজেলার মদনগঞ্জ-ফরাজীকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন ৩য় শীতলক্ষ্যা সেতু টোলপ্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টাকায় মানবসেবা ও মাদক মুক্ত সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন মানবাধিকার নেতা হাজী আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ডের পক্ষে হাজী মোঃ অখিল উদ্দিন,সাবেক ব্যাংকার হাজী শাহাবুদ্দিন নাবু,মদনগঞ্জ ইসলামপুর পঞ্চায়েত কমিটির কর্মকর্তা মাকসুদ হোসেন রলি,মানবাধিকার নেতা সামসুল ইসলাম,শেফালী বেগম,শান্তনা বেগম,২০নং ওয়ার্ডের পক্ষে সাব্বির আহমেদ,সুমন ঢালী ও কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরের পক্ষে মাহাবুব চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে অংশ নেন সমাজ সেবক বাবুল ঢালী,বাতেন মাতবর,আনোয়ার হোসেন,বেলায়েত হোসেন,শিক্ষক মিজানুর রহমানসহ উল্লেখিত অঞ্চলের সর্বস্তরের জন সাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস সংকটের কারনে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে বন্দরে গৃহিণীরা। আমরা গ্যাসের বিল পরিশোধ করার পরও গত ৪ বছর ধরে বন্দরে মদনগঞ্জ, বেপারীপাড়া, মাহমুদনগর, দড়ি সোনাকান্দা, ঘারমোড়া, আলীনগরসহ এর আশে পাশের এলাকাগুলো নিয়মিত গ্যাস থাকছে না। গ্যাসের কারনে না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করছি।