বন্দর প্রতিনিধি: আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল তিনটা থেকে বন্দরের ৩৬০ মেগাওয়াট ও ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ হরিপুরের ১০ টি উৎপাদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বিকেল তিনটার পর থেকে বন্দরের কোথাও বিদ্যুৎ নেই। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিল আল জিহান জানান, বন্দরের হরিপুরের কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। তবে সেগুলো চালুর চেষ্টা চলছে।
এদিকে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হরেন্দ্রনাথকে তাৎক্ষণিক যশোরে বদলি করা হয়েছে বলে পল্লী বিদ্যুতের একটি সূত্র জানায়।