স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আদালত পাড়ায় বিক্ষোভ করেছে আইনজীবীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, সিনিয়র সহ- সভাপতি এডভোকেট আজিজ আল মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে, গত ৬ আগস্ট বন্দরের এক অনুষ্ঠানে যাওয়ার পথে হামলার শিকার হন এড. আবু আল ইউসুফ খান টিপু। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।