1. admin@ars24news.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত। বন্দরে ঘোড়া মানিক এর লাঠির বারিতে নাজমুল নামে ১ যুবক আহত। নাসিক বন্দর ২২ নং ওয়ার্ডে ময়লার ভাগারে পরিবেশ দূষন। বন্দরে হানিফ পরিবহনে র‍্যাব-১১ তল্লাশী বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-২। নিউজিম খানার শীর্ষ মাদক ব্যবসায়ী পারভিন ও সুজনের শেল্টার দাতা কে জানতে চায় সচেতন মহল। হাতেমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের দাবী জানিয়ে ডিসির নিকট ব্যবসায়ীদের স্মারকলিপি। সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন। বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত। ফতুল্লা থানার কান্ড ২০ লক্ষ টাকায় হত্যা মামলার আসামি মুক্ত পুলিশ বলছে অবজারভেশনে ছিল। উৎসব মুখর পরিবেশে নাঃগঞ্জ ক্লাব নির্বাচন অনুষ্ঠিত।

মদনপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আঃ মতিন মেম্বার-

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত

বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মতিন মেম্বার। এর পূর্বে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে একতরফা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন এম এ সালাম। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবীতে আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। এর পরিপ্রেক্ষিতে ছাত্র ও প্রশাসনের ভয়ে এম এ সালাম চেয়ারম্যান ঘা ডাকা দেয। ফলে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদে অনুপস্থিতি থাকার কারনে পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পরে। যার দরুন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এক স্বাক্ষরিত আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন) আইন,২০০৯ এর ৩৩(২)ধারা মোতাবেক মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান -১ আঃ মতিনকে ২৯-০৮-২৪ইং তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে। যার স্মারন নং-০৫.৪১.৬৭০০.৭০১.৩৭.০১১.২৪-৪২৯। সূত্র উপজেলা নির্বাহী অফিসার, বন্দর এর স্মারক নং০৫.৪১.৬৭০৬.০০০,৪১.০০১.২৪-৫৫(সং)তারিখ -২০-০৮-২০২৪ ও স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১শাখার স্মারক নং-৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪তারিখ১৯-০৮-২৪ইং।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ মতিন মদনপুর ইউনিয়ন সকলের দোয়াও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,আজ থেকে আমার উপর অর্পিত গুরু দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাব। তিনি আরো বলেন, আমি মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড থেকে পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত। এবং দুইবারেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তাই দায়িত্ব পালনে কখনো কাউকে দূর্নীতি কিংবা স্বজনপ্রীতির আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ARS 24 News
Theme Customized By Shakil IT Park