বন্দর প্রতিনিধি :বন্দরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মাটি কাটা সিন্ডিকেটের সদস্যদের ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১১ ডিসেম্বর) বন্দর উপজেলার কাজীপাড়া কুচিয়ামোড়া এলাকায় এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি জানান, একটি অসাধুচক্র দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মুছাপুর ও ধামগড় ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে মামাভাগ্নে ব্রিকফিল্ডসহ বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে অপরদিকে চাষের উপযোগী জমিগুলো পরিণত হচ্ছে পুকুরে। জমির মালিক ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটিকাটা কার্যক্রম বন্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।