মো. জুয়েল মন্ডলঃ মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: স্কুল ঘর রাঙিয়ে বাড়ি ফেরার পথে মহাদেবপুরের দুই যুবকসহ লাশ হয়ে ফিরল তিন যুবক। পেশায় তারা তিনজনই রং মিস্ত্রি। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাড়ে ৪ টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর নামক স্থানে। সূত্র জানায়, চৌবাড়িয়ায় একটি স্কুলের ঘর রং করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে ঘটনাস্থলে দ্রতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেনের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা কালুশহর গ্রামের মৃত আঃ লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাটের নুর আলম গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাদের দুইজনেরও মৃত্যু হয়। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী ও মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনছুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।