স্টাফ রিপোর্টার: সোনারগাঁয়ে আজিজ শাহ মাজার ভাংচুরের ঘটনায় দীর্ঘ ১ মাস ২০ দিন অতিবাহিত হলেও থানায় অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছে না ভূক্তভোগীরা। এ ঘটনায় মরহুম আজিজ শাহ নাতি মোঃ আবু সিদ্দিক মিয়া সুবিচারের আশায় গত ১৪ অক্টোবর বাদী হয়ে হামলাকারি হানিফ, ইসমাঈল মোক্তারসহ ১১ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে সুবর্ণ রিসোর্ট আর্মি ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের বাদী তথ্য সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার গজারিয়া পাড়া এলাকায় আজিজ শাহ একটি মাজার শরিফ রয়েছে। উক্ত মাজারে অনেক মুরিদান রয়েছে। তারাই মাজার দেখাশুনা করে আসছিল। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দলনের তোপের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর মাজার বিরোধী লোকেরা দেশের বিভিন্ন মাজার শরিফে ও মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন করে। এর ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর বেলা ২টায় সোনারগাঁ থানার হিয়াইল্লা ভিটা এলাকার মৃত তোতা মিয়ার সন্ত্রাসী ৩ ছেলে হানিফ, ইসমাঈল ও মোক্তার একই থানার নোয়াগাও এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে শহিদুল্লাহ, হইরাবো এলাকার মৃত আফাজ উদ্দিন মিয়ার ছেলে তোফাজ্জল একই এলাকার মৃত সেরাজ উদ্দিন মিয়ার ছেলে জয়নাল গজারিয়াপাড়া এলাকার মৃক গাজী ড্রাইভারের ছেলে আব্দুল রব একই এলাকার বেঙ্গু মিয়ার ছেলে বাবুল গজারিয়াপাড়া উত্তরপাড়া এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে সোহেল একই এলাকার সাদেক মিয়ার ছেলে রোমান ও নোয়াগাও এলাকার আলী মিয়ার ছেলে মোক্তারসহ অজ্ঞাত নামা ১০/১২ জন দুষ্কৃতকারী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আজিজ শাহ মাজার শরিফে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা মাজারের ভিতরে থাকা বৈদ্যুতিক মিটার ভাংচুরসহ মাজারে থাকা ফ্যান,
তোবারক রান্না করা ডেগসহ বিভিন্ন আসভাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধনসহ বিভিন্ন আসভাবপত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের ১ মাস ২০ দিন অতিবাহিত হলেও রহস্য জনক কারনে মামলা নিচ্ছে না সোনারগাঁ থানা পুলিশ। মাজারে হামলাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিসহ জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে অভিযোগের বাদীসহ মাজার শরিফের মুরিদগনরা।