আফছার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যসম্মত শহর উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে একক প্রচেষ্টায় এটি সম্ভব নয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এবার চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে শিক্ষার্থীদের নতুন ভূমিকা নিতে হবে। আমি আশা করি, শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি নগরবাসীকে উপহার দিতে পারব।”
অনুষ্ঠানে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “জ্ঞান অন্বেষণের কোনো বয়স নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলেই দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”
নগর পরিচ্ছন্ন রাখতে দোকানগুলোতে ময়লার বিন বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, “নগরের দোকান-প্রতিষ্ঠানগুলোতে ময়লার বিন রাখা হচ্ছে কি না তা নিশ্চিত করতে কাজ চলছে। যেখানে-সেখানে ময়লা ফেললে তাদের শাস্তির আওতায় আনা হবে। শুধু আইন পকেটে থাকলে চলবে না, প্রয়োগ করতে হবে পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়তে।”অনুষ্ঠানের শেষে মেয়র স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, আলাউদ্দিন আল নুর, এম. এ. হালিম বাবুল, সাজ্জাদ শরীফ, ইমরান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা এ উদ্যোগ সবার মধ্যে আশার সঞ্চার করেছে। এক সুন্দর চট্টগ্রাম গড়ে তোলার স্বপ্নে মেয়রের পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
নিউজটি জনস্বার্থে শেয়ার করুন