বন্দর প্রতিনিধি: প্রাইভেট গাড়িতে করে গাঁজা পাচারকালে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লার সোয়াগাজী তারাপুর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে মো. হান্নান (৩০) চাঁদপুর জেলার মতলব থানার বড় হলদিয়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো.শাহীন (২৫) ও একই এলাকার মৃত আবু সাঈদের ছেলে ডায়মন্ড পাটোয়ারী (৩১)। র্যাব-১১ ডিএডি/ পুলিশ ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো গ ৩৫- ৯২৯৬ নাম্বারের একটি প্রাইভেট কার সহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কার তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি জনস্বার্থে শেয়ার করুন