স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের শান্তি সমাবেশে বিশাল শোডাউন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো: শরীফ হোসেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গেণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে এ সমাবেশ কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো: শরীফ হোসেন। এদিন দুপুর থেকেই ফতুল্লা থানার বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে কতুবপুর ৯নং ওয়ার্ডস্থ নয়ামাটি এলাকায় জড়ো হয়। সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর সেখান থেকে মো: শরীফ হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘তারেক রহমানের মামলা প্রত্যাহার ও অধ্যাপক মামুন মাহমুদকে এমপি হিসেবে দেখতে চাই’ এমন শ্লোগান দিতে থাকেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা জালকুড়ি এলাকা। পরে মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে। এসময় সমাবেশের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দরা মিছিলটিকে করোতালি দিয়ে বরণ করে নেয়।
মিছিলে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো: বাদশা, স্থানীয় বিএনপি নেতা রফেদ আলী, মামুন, সবুজ, ফয়েজ আহমেদ, আক্তার হোসেন ও আনোয়ার হোসেনসহ আরও অসংখ্য নেতাকর্মী।