নুরুল আফছার, স্টাফ রিপোর্টারঃ বিএনপিকে দমন করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের সরকার ও সংসদ নির্বাচিত করতে চায়। এ অধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আবারও ত্যাগ করতে প্রস্তুত।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের রাজনীতি কীভাবে চলবে তার সিদ্ধান্ত জনগণকেই দিতে হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, “বাংলাদেশের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। এ দেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল জনগণের। অতীতে যারা এ অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, তারা কখনো সফল হননি।
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান জনগণের সিদ্ধান্ত নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এরশাদ ও শেখ হাসিনার একই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশের জনগণের সিদ্ধান্ত তাদেরই দিতে দিন।”
বিএনপির আদর্শিক অবস্থানের কথা তুলে ধরে আমীর খসরু বলেন, “শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির মূলভিত্তি হলো— বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক মুক্তি ও সার্বভৌমত্ব। জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষ্যেই এই দলের জন্ম। বিএনপিকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র হয়েছে। নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেলে গেছেন, চাকরি হারিয়েছেন, কিন্তু দল কখনো নতি স্বীকার করেনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের ঐতিহাসিক বিপ্লবের স্মরণে যুবদল চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এক সমাবেশ শেষে পদযাত্রার আয়োজন করে। স্লোগানে আয়োজিত এই পদযাত্রাটি কালুরঘাট বেতারকেন্দ্র পর্যন্ত অগ্রসর হয়।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, সোহেল, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব হুমায়ুন কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী প্রমুখ।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নেতারা বলেন, দেশের জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় তাদের দায়িত্ব পালন করবে।