বন্দর প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের বন্দর শাহী মসজিদ এলাকায় অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দুণীতি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ উত্থ্যাপন করে শিক্ষার্থীরা ওইসকল কর্মসূচী পালণ করেন। কর্মসূচী চলাকালে বন্দর শাহী মসজিদ,পল্লী বিদ্যুৎ মোড়,সালহনগর ও বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল কিছুটা বন্ধ থাকে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উল্লেখিত সড়কে মিছিল করে। মিছিলে দফা এক দাবি এক প্রধান শিক্ষকের পদত্যাগ,হৈ হৈ রৈ রৈ প্রধান শিক্ষক গেল কৈ,প্রধান শিক্ষকের দালালেরা হুশিয়ার সাবধান ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলে। পরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি নিয়ে তারা বন্দর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি পেশ করলে পরে উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে জানান। এ সকল কর্মসূচীর নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত বিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ইয়াসিন সিকদার,বিজ্ঞান শাখার মোঃ আসিফ,মানবিক শাখার অনিক হাসান,আলভী,সবুজ ও ফাহিম হাসান।