দবন্দর প্রতিনিধি: ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবে আকস্মিক পরিদর্শন করেছে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় প্রেসক্লাব পরিদর্শন শেষে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাহিন। বন্দর প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন এর সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম মহা সচিব মোঃ আব্দুল মজিদ ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি সহকারি মহা সচিব মোঃ হাসান সরদার জুয়েল ও কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল ইসলাম জীবন প্রমুখ। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগের সহ -সভাপতি মোঃ মোকলেছুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার ঝিনাইদাহ জেলার সহ সভাপতি আলতাফ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাংগঠিনক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, জাতীয় অর্থনিতী পত্রিকার স্টাফ রিপোর্টার লিটন গাজী, একই পত্রিকার ফটো সাংবাদিক তৌফিক ও সমাজ সেবক মোঃ সাঈদ প্রমুখ।