বন্দর সংবাদদাতা:- নারায়ণগঞ্জ বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলামের সাথে সৌজন্যে সাক্ষাৎ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে অরাজাকতা ও নৈরাজ্যের সৃষ্টি হয়। দেশকে অস্থিতিশীল করতে এক শ্রেনীর স্বার্থবাদী মহল লুটতরাজ, ভাংচুর থেকে শুরু করে আগুন সন্ত্রাসের রাজ্য কায়েম করার চেষ্টা চালায়। এমনকি বন্দর উপজেলার অনেক বাড়িঘর মিল ফ্যাক্টরী ও দোকানপাটে আগুন সন্ত্রাস সহ লুটতরাজ করে। তাই বন্দরের আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে উপজেলার বিএনপির নেতৃবৃন্দ কমিটি করে পাড়া মহল্লায় পাহাড়া বসায়। বিশেষ করে গত ১৬-০৯-২৪ ইং সোমবার ধামগড় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মন্দিরে মন্দিরে রাত-দিন পাহাড়ায় নিয়োজিত থাকে। লুটপাট ও ভাংচুর থেকে বন্দরবাসীকে রক্ষা করতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি’র নেতৃবৃন্দ থানা পুলিশকে সহযোগিতা করে। তাই বরাবরের মতো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে ধামগড় ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মী সদ্য যোগদানকৃত নতুন ওসি’র সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবুল হোসেন বাবুল, সহ-সভাপতি ইসলাম উদ্দিন (ইসলাম), আরিফ হোসেন, মনজুরুল হক ভূইয়া মন্জু, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, বাহাউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, তাওলাদ ও আজিজুল হক সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম উপস্থিত সকলের সহযোগিতা চেয়ে বলেন, সামনে অনেক কঠিন দিন আসতেছে। তাই জনগনের মন জয় করতে সকলকে মিলিমিশে দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।