বন্দর প্রতিনিধঃ-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে (৮ জুলাই) সোমবার সকাল ১১টায় অত্র উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন তার বক্তব্যে বলেন, ‘উপজেলা পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সম্মিলিত সহায়তা চাই। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশের পক্ষে একা মাদক নির্মুল করা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। বাল্যবিবাহ রোধে বর্তমানে মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে, তাই জনগণকে আরো সচেতন করতে হবে’। উক্ত সভায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বন্দরের মুরাদপুরের মনু হত্যা, বিদ্যুৎ লাইনের ক্যাবল চুরি, পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার ইস্যু, মাদক, বাল্যবিবাহ ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে।