বন্দর প্রতিনিধি : বন্দরে যাত্রীবাহী ইউনিক পরিবহনে তল্লাশী চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ বেলাল (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(১১)২৪।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেন সুদূর চট্রগ্রাম জেলার লোহাগড়া এলাকার বাগিচারপাড়া মৃত কবির আহমেদ মিয়ার ছেলে। ধৃতকে রোববার (৩ নভেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২ নভেম্বর) রাতে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী যাত্রীবাহী ইউনিক পরিবহন বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক ইকবাল আহাম্মেদ দিপু গনমাধ্যমকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব ১৩- ২৪২৫ নাম্বার যাত্রীবাহী বাসে অভিযান চালাই। ওই সময় মাদক কারবারি বেলালের দেহ তল্লাশি চালিয়ে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই।