বন্দর প্রতিনিধি: বন্দরে নিরীহ ব্যবসায়ী কাউসার ও মেরাজ হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী সিফাত-অনিক বাহিনীর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য শহীদ হোসেন মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম টিটু,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম,যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিয়া,কদমরসুল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন,আনোয়ার হোসেন, মোঃ রশিদ,নুরু মিয়া,অটোচালক আলম,আহতদের চাচা ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান,কাউসারের পিতা আতাবর মিয়া,মেরাজের পিতা হবিবর মিয়া,কাউসারের বোন রেসিনা প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন জব্বার পাঠান,মোঃ ফারুকসহ সর্বস্তরের শত শত নারী-পুরুষ। বক্তারা অবিলম্বে কুখ্যাত সন্ত্রাসী সিফাত,অনিক এবং তাদের পিতা মহিদ,সহযোগী বশির ও শ্যামলের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন,সন্ত্রাসী সিফাত-অনিক কারো জন্যই নিরাপদ নয়। তারা রক্তচোষা ভয়ংকর প্রাণীর মতো হয়ে গেছে। কিছুদিন পর পর তাদের রক্ত প্রয়োজন হয়ে যায় আর তাই এইভাবে নির্মমভাবে নিরীহ মানুষদেরকে হতার চেষ্টা চালায়। দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে এখনই দমাতে হবে নইলে তারা একের পর এক মানুষের জীবন নিয়ে যাবে। অবিলম্বে যদি খুনী সিফাত-অনিক বাহিনীদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে। পরিশেষে তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করেন।