বন্দর প্রতিনিধি : বন্দরে সম্মলিত সাংবাদিক সমাজের উদ্যাগে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনুবাদক প্রথিতযশা সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও একই সময়ে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক দেশের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রয়াত এহসানুল কাদির রুমি বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, উপদেষ্টা মোঃ কবির হোসেন, সহ- সভাপতি মেহেবুব হোসেন, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাবেক সহ- সভাপতি নূরজ্জামান, মোল্লা, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য মো: ইকবাল হোসেন, বন্দর সাংবাদিক কল্যান সমিতির নির্বাহী সদস্য বিল্লাল হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল ইসলাম জীবন ও সমাজ সেবক নুরুল ইসলামসহ বন্দরে গন্যমান্য ব্যাক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দিন। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।