1. admin@ars24news.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইজতেমার মাঠে হামলাকারি সাদপন্থিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি। বন্দর প্রেসক্লবে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ নিক্কন চাঁন ওরফে লিখন গ্রেফতার। লিডোর প্রচেষ্টায় দুই বছর চার মাস আগে নিখোঁজ শিশু আয়েশা ফিরে পেল আপন নীড়। আত্রাইয়ে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। চাঁদপুর হাইমচরে ডাকাতি করতে বাধা দেওয়ায় (৭) হত্যা, সৈয়দ মুশফিকুর রহমান। সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠে সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন। বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত। বন্দরে ঘোড়া মানিক এর লাঠির বারিতে নাজমুল নামে ১ যুবক আহত। নাসিক বন্দর ২২ নং ওয়ার্ডে ময়লার ভাগারে পরিবেশ দূষন।

বন্দরে অপহরণের ১ দিন পর অপহৃত শ্রমিক উদ্ধার অপহরণকারি চক্রের মহিলাসহ ৫ জনকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত

বন্দর প্রতিনিধি : বন্দরে অপহরণের ১ দিন পর অপহৃত শ্রমিককে উদ্ধারসহ অপহরণকারি চক্রের মহিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ওই সময় র‌্যাব-১১ উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপহরনকারি দলের আরো এক সদস্য। অভিযান কালে র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত অপহরনকারিদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও আলামতের নগদ ৮’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। অপহৃত শ্রমিক রাহিম সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর এলাকার মইনুল করিম মিয়ার ছেলে।
ধৃত অপহরনকারিরা হলো সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার উক্তিরপাড় এলাকার মমসুর আলী মিয়ার ছেলে ইউনুস আলী (৩৪) একই এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার মেয়ে মার্জিয়া (২৫) বন্দর থানার আনন্দনগর এলাকার আনসু মিয়ার ছেলে মোঃ হাসান (২২) একই এলাকার আনজুম মিয়ার ছেলে নাজমুল (২৮) বন্দর থানার চাপাতলি এলাকার গোলজার হোসেন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩২)। পলাতক আসামী খদর আলী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার উক্তিরপাড় এলাকার মমসুর আলী মিয়ার ছেলে। পুলিশ ধৃতদের উল্লেখিত মামলায় সোমবার (২১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে। গত রোববার (২০ অক্টোবর) রাতে বন্দর থানার আনন্দনগরস্থ আলী আকবর মিয়ার ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত ৫ অপহরণকারিকে গ্রেপ্তারসহ অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত শনিবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১২টায় সময় ওই অপহরণের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে অপহৃত শ্রমিকের বড় ভাই নাঈম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে গত রোববার রাতে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৭(১০)২৪ ধারা- ৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ পেনাল কোড-১৮৬০।
মামলার তথ্য সূত্রে জানাগেছে,গত ২
মাস পূর্বে রাহিম কাজের সন্ধানে কুমিল্লা আসে।সেখানে বেশ কিছু দিন বিবাদীদের সাথে কৃষিকাজ করে। রাহিম তার পারিশ্রমিকের টাকা ইউনুসের নিকট জমা রাখে। পরবর্তীতে গত ২০/২৫ দিন পূর্বে রাহিম কাজের সন্ধানের জন্য ১নং বিবাদী ইউনুস সাথে নারায়ণগঞ্জে আসে। গত ১৫ অক্টোবর শ্রমিক রাহিম বাসার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ধারাবাহিকতায় গত শনিবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১২টায় রাহিমের ব্যবহারকৃত মোবাইল ফোন হইতে তার বড় ভাই নাঈমেন মোবাইল ফোন করে অজ্ঞাত নামা এক ব্যাক্তি জানায় রাহিমকে অপহরন করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। রাহিমকে বাঁচানোর জন্য মুক্তিপন হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে। পরে বিষয়টি গত রোববার রাত সাড়ে ১০টার সময় বড় ভাই নাঈম বিষয়টি র‌্যাব-১১টহল দলকে অবগত করলে খবর পেয়ে র‌্যাব-১১ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রে মহিলাসহ ৫ সদস্যকে গ্রেপ্তারসহ অপহৃত শ্রমিক রাহিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ARS 24 News
Theme Customized By Shakil IT Park