নিজস্ব সংবাদদাতাঃ-
বাংলার ইয়াবার গডফাদার চট্টগ্রামের এমপি বদিউর রহমান বোদি যখন আটক। ঠিক তখনই নারায়ণগঞ্জ (১৫)(১৬) ও (১৭) ওয়ার্ড সহ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন ইয়াবার গডফাদার বলে পরিচিত লেডি মাদক ব্যবসায়ী পারভীন ও তার হাজবেন্ড সুজন ইয়াবার ডিলার সুজনের গ্রামের বাড়ি চট্টগ্রামে হওয়াতে অভিনব পন্থায় ইয়াবা সর্বহার করা অতি সহজ বলে মনে করেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ জিম গানা জল্লারপাড়া ঋষিপাড়া পাইকপাড়া বলাইল বকুলতলা ও খালঘাট নিতাইগঞ্জ আশপাশ দখল নিয়েছেন পারভিন সুজন।ও তার সেলসম্যানরা পারভিন ও সুজনের রয়েছে একাধিক নারী পুরুষ সেলসম্যান তার অভিনব পন্থায় শহরের বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ইয়াবা সর্বহার করে বলে অভিযোগ রয়েছে। এই মরণ নেশা ইয়াবার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ শিশুকাল থেকেই তারা ইয়াবা আসক্ত হয়ে পড়ছেন বলে মনে করছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ পারভিন ও সুজনকে থামিয়ে না রাখতে পারলে এলাকার যুব সমাজ ধ্বংসের পরিণত। এলাকাবাসী আরো বলেন যে এই মরণ নেশা এই আবার টাকা যোগান দিতে এলাকায় বেড়েছে চুরি ছিনতাই রাহাজারি। এমন অভিযোগ করেন এলাকাবাসী মরণ নেশাই আবার নিয়ে আধিপত্য বিস্তারও ঘটে ১৬-১৭১৫ নং ওয়ার্ড এলাকাবাসীর অভিযোগ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জরুরি পদক্ষেপ নিলে হয়তো বা পারভিন ও সুজনকে থামিয়ে রাখা যাবে না নয়তোবা যুব সমাজ ধ্বংসের পথে পরিণত হতে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ অতি দ্রুত পারভীনের সুজনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। এলাকাবাসি এমন অভিযোগ করেন পারভিন ও সুজনকে গ্রেফতার করতে গিয়ে প্রশাসনের একাধিক কর্মকর্তা হামলার শিকার ও হন ১৫-১৬-১৭ নং ওয়ার্ডবাসীর একটাই অভিযোগ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে অনুরোধ জানিয়ে বলেন অতি দ্রুত ইয়াবার ডিলার সুজন ও পারভীকে গ্রেপ্তার ঘরে আইনের আওতায় আনার জোরালো অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
নিউজটি জনস্বার্থে শেয়ার করার অনুরোধ রইলো