বন্দর প্রতিনিধি: বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা ২০২৫/২০২৬ইং এর নব গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন গনমাধ্যমে এক বিবৃতিতে এ অভিনন্দন জ্ঞাপন করেন।
বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি এনামুল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও সহ- সভাপতি আমির হোসেনের নেতৃত্বে ফটো জার্নালিস্টস এসোসিয়েশন আরো এগিয়ে যাবে আমরা এ প্রত্যাশা করছি। সে সাথে নব কমিটিসহ সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ু কামনা করেছে প্রেসক্লাব নেতৃবৃন্দ।