বন্দর প্রতিনিধি: বন্দরে শাহ সিমেন্টের ট্রাক চাপায় মিশুক চালক মাসুদ নিহতের ঘটনায় মদনগঞ্জ -মদনপুর সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকায় সড়ক অবরোধের ঘটনাটি ঘটে। ওই সময় শাহ সিমেন্টে ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়লে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বেলা ১২টায় নিহত মিশুক চালকের পরিবার ও শাহ সিমেন্ট কর্তৃপক্ষের সাথে বন্দর থানায় সমঝোতার বৈঠক বসে। বৈঠক কোন সিন্ধান্ত না হওয়ায় শাহ সিমেন্ট কর্তৃকপক্ষ আগামী শনিবার পুনরায় সমঝোতার আশ্বাস দিয়ে চলে যায়। নিহত মিশুক চালক মাসুদ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।
উল্লেখ্য গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মদনগঞ্জ টু মদনপুর সড়কের ধামগড় ভাংতি এলাকায় বেপরোয়া শাহ সিমেন্টের ট্রাক চাপায় মিশুক চালক মাসুদ নিহত হয়। গত দুই দিনেও শাহ সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষ নিহতের পরিবারের খোঁজখবর না নেওয়ায় এলাকাবাসী মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবারের ক্ষতিপূরণ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে এলাকাবাসীর সঙ্গে সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষের সমঝোতায় অবরোধ তুলে নেয়।