স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন শহর উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর ১নং গেইট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ২৩ সদস্য বিশিষ্ট এ শহর উপ-কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজারুল ইসলাম জোসেফ বলেন, শ্রম অধিকার নিয়ে কাজ শতবর্ষ আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু আজও শ্রমঅধিকার আমাদের দেশে সঠিকভাবে পালন করা হয়নি। আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবো। রাসূল পাক (সা:) ১৫০০ বছর পূর্বেই বলে গিয়েছিলেন শ্রমিকের ন্যায্য মজুরী ঘাম শুকানোর পূর্বেই পরিশোধ করে দেবার জন্য।
মাজারুল ইসলাম জোসেফ আরও বলেন, মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু শ্রমিকের মুজুরী বৃদ্ধি পায়নি। আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো। শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করবো।
নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন শহর উপ-কমিটিতে আলমগীর হোসেনকে সভাপতি ও লিটন মোল্লাকে সাধারণ সম্পাদক সহ ২৩ সদস্য বিশিষ্ট শহর উপ-কমিটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন শহর উপ-কমিটির সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ এম এ রব সহ নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়াকর্সফ মেকানিক্স ইউনিয়ন এর অসংখ্য নেতৃবৃন্দ।