আফছার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত না হলে ঠিকাদারদের বিল দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রায় আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পের অগ্রগতির বিষয়ে বুধবার (২০ নভেম্বর) দুপুরে চসিকের সম্মেলন কক্ষে প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই শহর আমার, আপনার, সবার। এখানকার রাস্তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করবে। কাজের মান যেন এতটাই উন্নত হয়, যাতে ভবিষ্যতে উদাহরণ হিসেবে এই সড়কগুলোর কথা বলা যায়।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, প্রতিটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে রাস্তার উপকরণ ও মান পরীক্ষা করে তাৎক্ষণিক প্রতিবেদন জমা দিতে। মেয়র আরও যোগ করেন, ভালো কাজের জন্য বিল পরিশোধ করা হবে, কিন্তু যারা নিম্নমানের কাজ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে। জনগণের অর্থের অপচয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে মেয়র ঘুষ দেওয়া বন্ধ করার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, আপনারা কাউকে ঘুষ দেবেন না। কেউ ঘুষ চাইলে সরাসরি আমাকে জানান। আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
মেয়র অতীতের অনিয়মের জন্য দায়ীদের তালিকা প্রণয়ন এবং ভবিষ্যতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সভায় মেয়র আরও বলেন, রাস্তার কাজের পাশাপাশি প্রয়োজন হলে রাস্তার পাশে ডাস্টবিন স্থাপন ও গাছ লাগানোর উদ্যোগ নিন। নগরের উন্নয়নে নতুন কিছু করার চেষ্টা করুন।
ফুটওভার ব্রিজ প্রসঙ্গে মেয়র জানান, ১৭টি ফুটওভার ব্রিজের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে এবং শুষ্ক মৌসুমে কাজের অগ্রগতি দৃশ্যমান করার উপর গুরুত্বারোপ করেন।
ঠিকাদাররা বৈঠকে তাদের বকেয়া বিল দ্রুত পরিশোধের দাবি জানান। পূর্বের রাজনৈতিক প্রভাবের কারণে কাজ সম্পন্ন করেও বিল না পাওয়ার সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। তারা উল্লেখ করেন, অন্যান্য সেবা সংস্থার কার্যক্রমের কারণে নবনির্মিত সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রোধে সঠিক সমন্বয় প্রয়োজন।
বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, এবং প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি জনস্বার্থে শেয়ার করুন