নুরুল আফছার :চট্টগ্রাম প্রতিনিধিঃ-
চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটি এক বিবৃতিতে
ফ্যাসিস্টের দোসর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিচার দাবী করেছেন।চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত এর ফেসবুক পোস্ট থেকে বিবৃতি হুবহু পাঠকের জন্য নিচে উপস্থাপন করা হলো।
বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারকে সকল প্রকার অপকর্মে সহযোগী, গণদুশমন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিচার দাবি করে চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত ও সদস্য সচিব গোলাম মাওলা মুরাদ এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের বিদায় হলেও তাদের সহযোগী, দুর্নীতিবাজ, নীতিগ্রস্ত সাংবাদিক ও সংবাদ মাধ্যমের অপতৎপরতা এবং ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। গত দুই মাস আগে ৬ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সম্পাদক-সাংবাদিক ও বৈষম্যবিরোধী সাংবাদিক জনতার বিশাল সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যে অন্তর্বর্তী কমিটি গঠিত হয় সেই কমিটিকে ফ্যাসিবাদের দোসর, আজ্ঞাবহ ও সহযোগী বিলুপ্ত সাবেক কমিটি কাজ করতে বাধাগ্রস্ত করে আসছে। সাংবাদিক জনতার রায়ে ফ্যাসিবাদের দোসর চট্টগ্রাম প্রেসক্লাবের সম্প্রতি বিলুপ্ত কমিটির কর্মকর্তারা কতিপয় দালাল ও নীতিগ্রস্ত সাংবাদিকদের মাধ্যমে বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং বিএনপি-জামাতসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান দলগুলোর আনুকুল্য নিয়ে টিকে থাকতে চাইছে। এই ফ্যাসিস্ট সাংবাদিকরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র এবং গুজব-অতিরঞ্জন অব্যাহত রেখেছে। যেখানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন- সেখানে ফ্যাসিবাদের দোসর, গত ৬ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের বিলুপ্ত সাবেক কমিটি কিভাবে এখনো অপতৎপরতা বন্ধ না করে টিকে থাকার সাহস দেখাচ্ছে তা রহস্যাবৃত। এই রহস্য উদ্ঘাটন করতে হবে। ফ্যাসিবাদের দোসর বিলুপ্ত কমিটির অপতৎপরতা বন্ধ করে অন্তর্বর্তী কমিটিকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণে চট্টগ্রাম প্রেসক্লাব গত দুই মাস ধরে বন্ধ হয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ কারণে শতাধিক সিনিয়র সদস্য সহ চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য শত শত সাংবাদিক ভোগান্তি পোহাচ্ছেন।
বিবৃতিতে ফ্যাসিবাদের দোসর চট্টগ্রাম প্রেসক্লাবের সম্প্রতি বিলুপ্ত কমিটির ষড়যন্ত্র ও অপতৎপরতা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান। এখনো ফ্যাসিবাদের দোসর যে সকল সাংবাদিক ও সংবাদ মাধ্যম গুজব-অতিরঞ্জনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার, দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অবিলম্বে তাদের বিচার দাবি করা হয়।