আফছার, চট্টগ্রাম প্রতিনিধি:-
২০ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে একটি নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব হাসিব আজিজ। সভায় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারী ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং একযোগে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। উভয় দল ২৬ অক্টোবর ২০২৪ খ্রি. শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এই সফরকে ঘিরে জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), চট্টগ্রাম সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, র্যাব, এনএসআই, ডিজিএফআই, ও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সিরিজটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নানাবিধ প্রস্তাব পেশ করেন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।