1. admin@ars24news.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউজিম খানার শীর্ষ মাদক ব্যবসায়ী পারভিন ও সুজনের শেল্টার দাতা কে জানতে চায় সচেতন মহল। হাতেমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের দাবী জানিয়ে ডিসির নিকট ব্যবসায়ীদের স্মারকলিপি। সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন। বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত। ফতুল্লা থানার কান্ড ২০ লক্ষ টাকায় হত্যা মামলার আসামি মুক্ত পুলিশ বলছে অবজারভেশনে ছিল। উৎসব মুখর পরিবেশে নাঃগঞ্জ ক্লাব নির্বাচন অনুষ্ঠিত। স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলু নাঃগঞ্জ মহানগর তরুন দলের সদস্য সচিব। বন্দরে সাংবাদিক বিল্লাল হোসেন মায়ের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন। মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালামের ডান হাত অস্ত্রধারী সন্ত্রাসী সোহেল বাহিনী অপ্রতিরোধ্য। আওয়ামীলীগ সরকারের মন্ত্রী এমপিদের মদদদাতা প্রফেসর শওকত মালিবাগ স্কুলের সভাপতি হতে মরিয়া।

এসংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দূর্নীতি বরদাস্ত করবো না: মাসুদুজ্জামান

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ভালো। কিন্তু উনি এখন যা করাচ্ছেন তা নোংরামি ছাড়া কিছুই না। সংবাদ সম্মেলনের পেছনে পরিষ্কারভাবে তার ইন্ধন রয়েছে। এতোদিন এ নিয়ে কেউ কথা বলেননি। গত ১৫ বছর যারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছিল তারাই যদি পুনরায় চেম্বার অব কমার্সের দায়িত্বে আসতে চায় এ নিয়ে আমি উৎসাহবোধ করি না। আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমতো হচ্ছে কিনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে।

শ‌নিবার (২৬ অক্টোবর) সকা‌লে নগরীর বাঁধন ক‌মিউনি‌টি সেন্টা‌রে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বা‌র্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

মাসুদুজ্জামান আরও বলেন, আমি জোর করে সভাপতির পদ দখল করিনি। ঐ কঠিন মুহূর্তে আমাকে চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা সংগঠনের হাল ধরতে বলেন। পরে আমি সভাপতি পদ গ্রহণ করে চেম্বার অব কমার্স পরিচালনা করছি। আর আমিতো পূর্বের ন্যায় সারাজীবনের জন্য সভাপতি হয়ে যাইনি। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির দিকে নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে চেম্বার অব কমার্সের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাখতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দূর্নীতি বরদাস্ত করবো না।

এসময় সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলে, সহ-সভাপ‌তি সো‌হেল আক্তার সোহান, প‌রিচালক জাকা‌রিয়া ওয়া‌হিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান ও সে‌লিম হো‌সেন সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ARS 24 News
Theme Customized By Shakil IT Park