স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশে বহুল আলোচিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ ১১ সদস্যের কমিটিতে ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ১৬ জন প্রার্থী।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এই বার নির্বাচনে অংশগ্রহণকারী মোট ভোটার সংখ্যা ২২৬০ জন। এর মধ্যে পুরুষ ১৫১২ ও নারী ৭৪৮ জন।
সভাপতি পদে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের তিনবারের সভাপতি এম সোলায়মান। তিনি পেয়েছেন ৯১৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ৬৭১ টি ভোট।
সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু। তিনি পেয়েছেন ৯৫০ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২টি ভোট।
সেই সাথে মো. সাইদুল্লাহ হৃদয় সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১টি ভোট, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ টি ভোট।
পরিচালক হিসেবে জয়ী হয়েছেন, দিলারা মাসুদ ময়না, হারুন অর রশিদ, মো. জাহিদ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, সেলিম রেজা শ্রীজয় ও মো. তাজিউদ্দিন আহমেদ।
নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ছিলেন আনিসুল ইসলাম সানি। এছাড়াও কমিশনে আরও ছিলেন সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এড. মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এড. মো. জাকির হোসেন এবং সদস্য মো. নবী হোসেন ও খন্দকার মাহাবুব হোসেন (বাবু)।